মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রতিবেশি দেশ ফিনল্যান্ডকে একটি প্রাহাড় উপহার দেয়ার জন্য নিজেদের সীমান্ত সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। সম্প্রতি দেশটির রাজনৈতিক মহলের একটি দল ইউরোপে এ বিষয়ে আলোচনার জন্য গিয়েছিলেন। ওই আলোচনা অনুষ্ঠানে যোগদানকারী নরওয়ের সদস্যরা ফিনল্যান্ডের স্বাধীনতা শতবার্ষিকী উপলক্ষে একটি প্রাহাড় উপহার দেয়ার ব্যাপারে আলোচনা করেন। এই উপহার কিভাবে দেয়া যায় এবং তাতে নরওয়েকে কতটুকু অংশ ছাড় দিতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নরওয়ের মানচিত্র বিভাগের একজন সাবেক কর্মচারী জর্ন গেইর হ্যারিসন। দীর্ঘদিন ধরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সীমান্ত সরিয়ে নেয়ার ব্যাপারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রস্তাবনা অনুযায়ী, নরওয়ে তার পূর্বাঞ্চলীয় সীমান্তকে ২০ মিটার (৬৬ ফুট) বামে সরিয়ে নিয়ে আসলে প্রতিবেশি দেশ ফিনল্যান্ড একটি নিজস্ব প্রাহাড়ের মালিক হতে প্রারে। হ্যারিসন তার ক্যাম্পেইনে বলেন, আমরা চাইলেই নরওয়ের কোনো অংশ দিয়ে দিতে পারি না। এটা দেখতেও খুব একটা ভালো দেখাবে না। কিন্তু সীমান্ত সরিয়ে নিলে যে পাহাড়টি ফিনল্যান্ডের মধ্যে যাবে, সে জন্য আশা করি ফিনল্যান্ডবাসী খুশিই হবে। ২০১৭ সালে ফিনল্যান্ডের স্বাধীনতার শতবর্ষপূর্ণ হবে। এই শতবর্ষ উদযাপনেই হয়তো নরওয়েরপক্ষ থেকে এই উপহার দেয়া হতে প্রারে। যে পাহাড়টি ফিনল্যান্ডকে দেয়া হবে তা মাত্র ১ হাজার ৩৬৫ মিটার উঁচু। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।