মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সারা বিশ্বের প্রায় ৬ কোটি মানুষ অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছে। বিশেষ করে মুসলিম শরণার্থীরা পবিত্র রমজান অতিবাহিত করছে সীমাহীন দুঃখ-দুর্দশায়। চলছে পবিত্র রমজান মাস। মুসলমান যে অবস্থায়ই থাকুক তাকে রমজানের রোজা পালন করতে হয়। কেননা রোজা পালন আল্লাহর বিধান। আর এ মাসের ইফতার ও সেহরি মুসলমানদের জন্য গুরুত্ব সুন্নাত কাজ। এ সব শরণার্থীদের রমজানের রোজা পালন এবং ইফতার-সেহরির জন্য চলছে হাহাকার। এ সব শরণার্থী শিবিরে প্রয়োজনের তুলনায় খাদ্য সামগ্রী একেবারেই অপ্রতুল। যতসামান্য যাই পাওয়া যায়, তার দামও অনেক চড়া। যা কেনার সামর্থ্য নেই আবার অনেকেরই। তাই নীরবে-নিভৃতে, অনাহারে-অর্ধাহারে অতিবাহিত হচ্ছে শরণার্থী শিবিরের মুসলিমদের রমজান। এ সকল শরণার্থীদের ইফতার সেহরির প্রচ- সংকট। উপায়ন্তর না পেয়ে তাদের মাঝে অনেকেই ঘাস সিদ্ধ করে খেতে মরিয়া। ডাস্টবিনের খাদ্য সংগ্রহেও চলছে প্রতিযোগিতা।
রমজানে শরণার্থীদের এ এক করুণ বাস্তবতা। যেখানে শুধু পানির জন্যই দীর্ঘ লাইনের জট বেঁধে থাকে সর্বক্ষণ। এসব শরণার্থীদের মধ্যে রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, সোমালিয়াসহ যুদ্ধবিধ্বস্ত আরবের অন্যান্য দেশসমূহ। সবচেয়ে দুঃখ-দুর্দশায় আছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার ২৫ লাখ শরণার্থী। যারা এক সময় নিজেদের বাড়িতে কাটিয়েছে রমজান। অসহায় গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। আজ তারা নিজেরাই অসহায় অস্থায়ী তাবুতে ছিন্নমূল শরণার্থী। কারো কাছ থেকে ইফতার পাওয়ার অপেক্ষায় অতিবাহিত হয় তাদের সময়। বিবিসি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।