মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। জাপানে মার্কিন সেনা উপস্থিতি এবং তাদের ধর্ষণ ও হত্যার মতো নানা অপতৎপরতার বিরুদ্ধে ওকিনাওয়ায় ২ দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। ওকিনাওয়া দ্বীপের রাজধানী নাহার একটি পার্কে গত রোববার এ বিক্ষোভ হয়। আয়োজনকারীরা বলছেন, বিক্ষোভে ৬৫ হাজার মানুষ যোগ দিয়েছে। সম্প্রতি ২০ বছর বয়সী এক তরুণী সাবেক এক মার্কিন মেরিন সেনার কাছে ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার ঘটনায় ওকিনাওয়াবাসী ক্ষুব্ধ। মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধিতা এ ঘটনার ফলে আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সেনা সদস্যদের দ্বীপটি থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে। ওকিনাওয়াতে ৩০ হাজার সামরিক কর্মকর্তা ও বেসামরিক ঠিকাদারসহ ৫০ হাজার মার্কিনি রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।