Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পাকিস্তান নৌবাহিনী দেশের উপক‚লীয় এলাকায় প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সফলতার সঙ্গে একটি ভ‚মি-ভিত্তিক জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দেশের নৌবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, সাগরে নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্র। নৌবাহিনীর উপ-প্রধান ভাইস এডমিরাল কলিম শওকাত ও সিনিয়র অফিসাররা এসময় উপস্থিত ছিলেন। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্যকালে নৌ উপ-প্রধান ভারত উপমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিবেশে পরিবর্তন এবং নৌবাহিনীর জন্য সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। দেশের নৌসীমা রক্ষায় নৌবাহিনীর জওয়ান ও অফিসারদের নিরলস প্রচেষ্টার ব্যাপারে নৌবাহিনী প্রধানের আস্থার বিষয়টি তুলে ধরেন তিনি। ভাইস এডমিরাল শওকাত বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সার্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা উদ্যোগগুলোর প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবে পাকিস্তান নৌবাহিনী। তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল করার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। পাকিস্তান নৌ ও বিমানবাহিনীর এক যৌথ মহড়া শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় সোমবার উত্তর আরব সাগরে এই দ‚র পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইলের পরীক্ষা চালানো হয়। পাকিস্তানের জেএফ-১৭ জঙ্গিবিমান ও মাল্টি মিশন এফ-২২পি ফ্রিগেট ‘সাইফ’ এই পরীক্ষায় অংশ নেয়। সাউথ এশিয়ান মনিটর।



 

Show all comments
  • Omar ১০ নভেম্বর, ২০১৯, ৩:৩৯ পিএম says : 0
    Masha Allah.......... Good Job.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ