Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় বন্যায় ২৪ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৬ জন। বন্যায় ভেসে গেছে হাজারও ঘরবাড়ি। গত শনিবার (১৮ জুন) সকাল থেকে প্রবল বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়। গত রোববার (১৯ জুন) সকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এ খবর জানানো হয়। কর্মকর্তারা বলেন, বন্যার কারণে মধ্যাঞ্চলীয় জাভা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটছে। প্রাণহানি বেশিরভাগ হয়েছে ভূমিধসেই। বাড়ির ওপর ভূমিধসের ফলে অনেক এলাকায় এখনও কাঁদার নিচে আটকে আছেন কিছু মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতোপো পুরবো নুগ্রোহো জানান, বন্যায় কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় বন্যায় ২৪ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ