Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাহমির সঙ্গে ভাইরাল ছবি অস্বাভাবিক নয়: মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৬:৩৩ পিএম

জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। শোবিজ পাড়ায় তাকে ঘিরে একের পর এক বিতর্কের ঝড় বইছে। কয়েকদিন আগে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার ছবি প্রকাশ পেলে মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে।

কলকাতাসহ দেশীয় কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ পায়, তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন। এ অবস্থায় এবার নির্মাতা-পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় নতুন করে শিরোনাম হলেন এই অভিনেত্রী।

ফেসবুকে এখন ভেসে বেড়াচ্ছে ফাহমির সঙ্গে মিথিলার 'অন্তরঙ্গ' ছবিগুলো। চলছে সমালোচনার ঝড়। তবে অন্তরঙ্গ ছবিগুলো কোনো নাটকের দৃশ্য নাকি ব্যক্তিগত কোনো মুহূর্তের, তা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন ছবিগুলো হয়তো এডিট করা বা সাজানো। অপরদিকে, কেউ কেউ আবার বলছেন ছবি দেখেই বোঝা যাচ্ছে এগুলো এডিট করা নয়।

বিষয়টি নিয়ে মিথিলা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘এটা অস্বাভাবিক কোনো ছবি না।’

উল্লেখ্য, সংগীত পরিচালক ও শিল্পী অর্নবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিথিলা

৬ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ