গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বিভিন্ন আয়োজনে দেশব্যাপী বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এবং এশিয়ান অ্যাসোসিয়েশন অব ট্রান্সফিউশন মেডিসিন (আটাম) বাংলাদেশ চ্যাপ্টার-এর যৌথ উদ্যোগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয় দিবসটি। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ‘রক্তের বন্ধনে একত্র সবাই’ ‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’ এই ¯েøাগানে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র্যালি বিএসএমএমইউ ক্যাম্পাস। উক্ত র্যালিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে এসে শেষ হয়। র্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। পরে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. জামাল উদ্দিন খলিফা, পরিচালক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ), বিএসএমএমইউ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রফেসর ডা. নিত্যনন্দ শীল। মূল বক্তব্য পাঠ করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আসাদুল ইসলাম। আলোচনা সভায় বলা হয়, ২০২০ সালে শতকরা শতভাগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। যারা এখনও রক্তদান শুরু করেননি তাদেরকে রক্তদান শুরু করতে হবে। যারা রক্তদান করছেন তারা যেন নিয়মিত রক্তদান করেন। যারা নিজেদের আত্মীয়-স্বজনদের রক্তদান করেছেন তারা যেন স্বেচ্ছায় রক্তদান করেন। এসব বিষয় নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।