Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭২ ঘণ্টার মধ্যে প্লেয়ার্স পেমেন্ট, নইলে কঠোর শাস্তি

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সীমিত বাজেটে দল তৈরি করতে প্লেয়ার্স বাই চয়েজে ক্রিকেটারদের দল-বদলে ক্লাবগুলোর একজোট হওয়ায় তাদের পক্ষে না থেকে পারেনি বিসিবি। তবে ক্রিকেটারদের সম্মানীর লাগাম টেনে ধরতে প্লেয়ার বাই চয়েজ ফর্মুলা দিয়ে ক্রিকেটারদের সম্মানী দিতে টালবাহানা করছে কোনো কোনো ক্লাব। ক্লাবগুলোর স্বার্থে তিন কিস্তিতে ক্রিকেটারদের সম্মানী পরিশোধের কথা থাকলেও প্রথম কিস্তির ৩০ শতাংশ সম্মানী এখ নপর্যন্ত পরিশোধ করেনি কোনো কোনো ক্লাব। এই অভিযোগ কানে এসেছে বিসিবি’র। সে কারণেই ক্লাবগুলোর উপর কঠোর হতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিসিবি সভাপতি। ৭২ ঘণ্টার মধ্যে বিসিবি নির্দেশিত শর্ত অনুযায়ী প্লেয়ার্স পেমেন্ট করতে হবে, নইলে কঠেরর শাস্তি। প্রয়োজনে অভিযুক্ত ক্লাবকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ থেকে বাদ দেয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতিÑ‘প্রিমিয়ার লিগে বেশ ক’টি ক্লাব ক্রিকেটারদের পেমেন্ট করেনি। তাদেরকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই ৭২ ঘণ্টার ভিতরে তারা যদি পেমেন্ট ক্লিয়ার না করে তাহলে বোর্ড নিজস্ব কোষাগার থেকে ক্রিকেটারদের পেমেন্ট দিবে। যে সব ক্লাব খেলাপী হবে, করবে তাদের বিরুদ্ধে যত কঠিন সম্ভব আমরা শাস্তির ব্যবস্থা করবো। সম্ভব হলে টিম বাদ দিব।’
বিকেএসপিতে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারকে তামীমের আক্রমণ এবং পরবর্তীতে ম্যাচটি সম্পন্ন না হওয়ায় ওই ম্যাচের সিদ্ধান্ত নিতে বিসিবি তিন সদস্যের একটা কমিটি করে দিয়েছে গতকালকের সভায়। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার কথা তাদের। এই সময়ের মধ্যে এই কমিটি খেলোয়াড়, আম্পায়ার কোচ ও ম্যাচ রেফারীর বক্তব্য জানবে। এই কমিটিতে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল কবির টিংকু, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল এবং টেকনিক্যাল কমিটির সদস্য আতাহার আলীকে নেওয়া হয়েছে। ম্যাচ রেফারী থেকে রকিবুল হাসানকে নেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা জানতে এই কমিটির রিপোর্টের দিকে তাকিয়ে বিসিবি সভাপতিÑ‘প্রাইম দোলেশ্বর ও আবাহনীর ম্যাচটি কেন আমাদের কাছে আসবে ? আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি না। এটা একটা অনাকাক্সিক্ষত ঘটনা। আম্পায়ারের সাথে খেলোয়াড় বাজে আচরণ করেছে, এটা আমরা চাই না। এটা অন্যায়। খেলোয়াড় কিংবা আম্পায়ার অসুস্থ হতে পারে, কিন্তু দুই পক্ষ খেলতে চায় যেখানে, সেখানে আম্পায়াররা খেলা চালায়নি এরকম ঘটনা এর আগে শুনিনি। সিনিয়রদের নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেখানে খেলোয়াড় ও সবার সঙ্গে যোগাযোগ করে একটা প্রপার রিপোর্ট আমাকে জানাবে।’
প্রিমিয়ার ডিভিশনের শেষ রাউন্ডে ভিক্টোরিয়া-গাজী গ্রæপের ম্যাচটি প্রচলিত রেওয়াজ ভেঙ্গে, ফিকশ্চার লঙ্ঘন করে এক দিন পিছিয়ে দেয়া হয়েছে। এ নিয়েও কম সমালোচনা শুনতে হয়নি বিসিবিকে। তবে সিসিডিএম চেয়ারম্যান দেশে না থাকায় ওই ম্যাচটির ফিকশ্চার পরিবর্তনের কারণ জানতে পারেননি বিসিবি সভাপতিÑ‘সিসিডিএমের চেয়ারম্যান (গাজী গোলাম মোর্তজা পাপ্পা) ছিল না তাই অনেক কিছু জানা হয়নি। সে থাকলে হয়ত অনেক কিছু জানতে পারতাম। তার অনুপস্থিতির কারণে আমাদেরকে এ কমিটি করতে হয়েছে। একটা ম্যাচের ফিকশ্চার কেন পরিবর্তন হয়েছে সেটা তার কাছ থেকেই জানতে চাব।’
বিপিএল ‘থ্রি তে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে অভিযোগের অন্ত নেই। তার উপর বিপিএল থ্রি’র শুরুতে সিলেট সুপার স্টার্স ফ্রাঞ্চাইজির তামীমের সঙ্গে দূর্বব্যহার নিয়েও হয়েছে সমালোচনা। এই ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এখন নূতন অভিযোগ ফ্রাঞ্চাইজি ফি পরিশোধে টালবাহানা! তারা যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে বিসিবিকে, তা নাকি ভাঙাতে পারছে না বিসিবি! এমন অভিযোগে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। এ সিদ্ধান্তের কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ‘সিলেট সুপারস্টার্স থেকে পেমেন্ট বকেয়া আছে। বিসিবিরও পাওনা আছে তিন-চার কোটি টাকার মতো। ব্যাংক গ্যারান্টি যেটা ছিল সেটা যখন আমরা ক্যাশ করাতে পাঠিয়েছি, সেটাও আমরা পারিনি। ওদের বিরুদ্ধে আইনগতভাবে যা করা দরকার সেটা আমরা করব।’
গতকালকের সভায় সন্দেহজনক অ্যাকশনের বোলারদের বোলিং ত্রæটি ধরতে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি করা হয়েছে। বিসিবি পরিচালক এবং সাবেক পেস বোলার জালাল ইউনুসকে প্রধান করে এই কমিটিতে রাখা হয়েছে সাবেক ফাস্ট বোলার দিপু রায় চৌধুরী, লেগ স্পিনার ওমর খালেদ রুমী, পেস অল রাউন্ডার গোলাম ফারুক চৌধুরী সুরু। এডিনবাগে আগামী ২৭-২৯ জুন আইসিসি’র বার্ষিক সাধারণ সভায় দ্বিস্তরবিশিষ্ট টেস্ট প্রথা প্রবর্তনের পরিকল্পনা অনুমোদিত হলে বাংলাদেশ খেলবে টেস্টের দ্বিতীয় স্তরে। তবে গতকাল বিসিবি’র সভায় এ নিয়ে হয়নি আলাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৭২ ঘণ্টার মধ্যে প্লেয়ার্স পেমেন্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ