Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান কোনো অস্থিতিশীল পরিস্থিতি সহ্য করবে না: আইএসপিআর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৫:২৭ পিএম | আপডেট : ৭:৪১ পিএম, ২ নভেম্বর, ২০১৯

পাকিস্তানে কাউকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে এমন হুঁশিয়ারির কথা জানিয়ে দিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সব সময়ই তারা সংবিধানের আওতায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সমর্থন দেয়। প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে অবৈধ দাবি করে জমিয়তে উলেমায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান এই সরকারকে সমর্থন না দিতে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর’ প্রতি আহ্বান জানান। তার এমন আহ্বানের পর সেনাবাহিনীর তরফ থেকে ওই মন্তব্য করা হয়।

উল্লেখ্য, শুক্রবারের বিক্ষোভে অংশ নিয়ে মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অবৈধ আখ্যায়িত করে তাকে পদত্যাগের জন্য দু’দিনের আলটিমেটাম দেন। সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই সময়ের পরে যদি ইমরান খান পদত্যাগ না করেন এবং তাকে ‘প্রতিষ্ঠানটি’ সুরক্ষা দেয়ার চেষ্টা করে, তাহলে ওই ‘প্রতিষ্ঠানের’ বিষয়ে জনমত গঠন করা হবে।
এর জবাবে এক টেলিভিশন সাক্ষাতকারে জেনারেল আসিফ গফুর বলেন, মাওলানা ফজলুর রহমান একজন সিনিয়র রাজনীতিক। তিনি কোন প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলেছেন তা তার পরিষ্কার করা উচিত। পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রীয় একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। তারা সব সময়ই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সমর্থন করে। তাই কাউকেই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না।
কারণ, দেশ কোনো বিশৃংখলা সহ্য করার সক্ষমতা রাখে না। এ সময় তিনি পাকিস্তান তার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে তার উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান ২০ বছর সন্ত্রাসের বিরুদ্ধে ঝড়ো লড়াই করছে। অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে দেশে শান্তি পুনঃস্থাপিত হয়েছে। কষ্টার্জিত এই শান্তি বিঘœ করতে দেয়া হবে না কাউকে। খাইবার-পখতুনখাওয়ার জনগণ সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী যুদ্ধ করেছেন। এখন তাদের শান্তির সুফল নেয়ার সময়।

মাওলানা ফজলুর সমালোচনার জবাবে মেজর জেনারেল গফুর আরো বলেন, নির্বাচনে সেনাবাহিনী তার সাংবিধানিক দায়িত্ব পূর্ণভাবে পালন করেছে। যদি বিরোধীদের নির্বাচনের ফল নিয়ে অভিযোগ থাকে তাহলে তারা রাস্তায় অভিযোগ তোলার পরিবর্তে সংশ্লিষ্ট ফোরামে যেতে পারেন। গণতন্ত্রে গণতান্ত্রিক ইস্যুগুলোর সমাধান হওয়া উচিত।



 

Show all comments
  • Misbah uddin ৩ নভেম্বর, ২০১৯, ৬:৩৫ এএম says : 0
    সহমত
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ৪ নভেম্বর, ২০১৯, ৬:১৫ পিএম says : 0
    ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ