Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ এরাঙ্গা হাসপাতালে

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ৩০তম জন্মদিনের চার দিন আগে দুঃসংবাদটা পেলেন শামিন্দা এরাঙ্গা। অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে শ্রীলঙ্কার এই পেসারকে নিষিদ্ধ করেছে আইসিসি। গত মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে চেস্টার-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হন শ্রীলঙ্কার ডানহাতি পেসার এরাঙ্গা। গত ৬ জুন বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। তাতে দেখা গেছে, সব ধরনের ডেলিভারিতে তার কুনুই ১৫ ডিগ্রির অনুমোদিত সীমা ছাড়িয়ে গেছে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হলেও পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারেন একজন বোলার। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলে দুই ইনিংসেই বল করেন এরাঙ্গা। তাতে ১৫২ রানে নেন ৪ উইকেট।
বোলিং অ্যাকশনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর পরীক্ষার আবেদন করতে পারবেন এরাঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হলেও বোর্ডের অনুমতি নিয়ে ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন এই পেসার।
হাসপাতালে থেকেই এমন দুঃসংবাদটি শুনতে হলো এরাঙ্গাকে। গত শনিবার আয়ারল্যান্ডের সঙ্গে ১৩৬ রানের বিশাল জয়ের ম্যাচে ব্যাট করলেও বল করা হয়ে ওঠেনি এই লঙ্কান পেসারের। ঐ সময় বুকে ব্যথা অনুভ‚ত হলে ডাবলিনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্দান্ত সময় কাটানো এই পেসারকে। বর্তমানে ভালো আছেন, তবে সেখানে আজ আরো কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দলের সঙ্গে ইংল্যান্ড যোগ দেবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার চরিথ সেনানায়েকের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ এরাঙ্গা হাসপাতালে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ