Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও তিন ক্রীড়া ডিসিপ্লিনের স্বীকৃতি

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আরও তিন ক্রীড়া ডিসিপ্লিনকে স্বীকৃতি দিল। গতকাল এনএসসি’র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বীকৃতিপ্রাপ্ত ডিসিপ্লিনগুলো হলো- বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ফেডারেশন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বীরেন শিকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, এনএসসি সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ বাদল রায় এবং সদস্য দেওয়ান সফিউল আরেফীন টুটুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরও তিন ক্রীড়া ডিসিপ্লিনের স্বীকৃতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ