Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়ারের পর এবার আসছে ঘূর্ণিঝড় মহা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৫:০৯ পিএম
ঘূর্ণিঝড় ‘কিয়ারে’র রেশ এখনও কাটেনি। এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’। শুক্রবার (১ নভেম্বর) দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
এই ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে লক্ষদ্বীপে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এছাড়া কেরালা রাজ্যের কান্নুর, কোঝিকোড় ও কাসারগড়সহ বেশকিছু শহরে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মহা’র উৎপত্তি আরব সাগরে। আর এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।
এদিকে ঘূর্ণিঝড় ‘মহা’র প্রভাবে মহারাষ্ট্রের পুনেসহ বেশকিছু শহরে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৭২ ঘণ্টা ওইসব এলাকাসহ আরও বেশকিছু শহরে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এর আগে গত ২৫ অক্টোবর ভারতের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড় ‘কিয়ার’। সেসময় কর্ণাটক ও গোয়া রাজ্যসহ এর আশেপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ‘মহা’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ