Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশের দুই সদস্য নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১১:৫৬ এএম

নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ডিবি পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, নওগাঁ ডিবি পুলিশের এএসআই বাশির হোসেন ও কনস্টেবল মুনির উদ্দীন। গতকাল রাত সাড়ে ৯ টায় ধামইরহাটের আগরাদিগুন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নওগাঁ গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর কে এম  সামসুদ্দিন জানান, ধামইরহাট উপজেলার আগরাদিগুন এলাকায় মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। ওই অভিযানে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে যোগ দিতে মোটরসাইকেলে এএসআই বাশির ও কনস্টেবল মুনির রওনা করেন। পরে আগরাদিগুন ইউপির যোগিপাড়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে এএসআই বাশির ও কনস্টেবল মুনির গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদেরকে পত্মীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ