পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হলেও দেশে ফেরার বিষয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতা করবেন না ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন খোকা তার পরিবারের সদস্যদের একথা বলেছেন বলে জানিয়েছেন তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, কিছু গনমাধ্যমে খবর ছড়িয়েছে দেশে ফিরতে সাদেক হোসেন খোকা ব্যাকুল হয়ে উঠেছেন। এসব ভূয়া খবর। ‹আমার বাবা আমাদের বলেছেন, তোমরা তোমার বাবাকে নিয়ে গর্ব করতে পারবে। সরকারের সঙ্গে সমঝোতা করে অথবা ম্যাডামের নির্দেশ ছাড়া দেশে ফেরার কোনো পদক্ষেপ নেবেন না। জীবন-যুদ্ধের সঙ্গে লড়াই করা খোকার হাসপাতালের বেডে শুয়ে অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান ইশরাক। সেখানে ইশরাক ছাড়াও তার মা, এক ভাই ও বোন আছেন। যুক্তরাষ্ট্র থেকে সাদেক হোসেন খোকার পরিবার তার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বর্তমান সংকটাপন্ন অবস্থায় সাদেক হোসেন খোকাকে নিউইয়র্কের ম্যানহাটনের স্লোান ক্যাটারিং ক্যানসার সেন্টারে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।