Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

দুদকের অর্থ পাচার মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৬ এএম

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩শ’ ৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার আদালত জব্দের আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার এ আদেশ তামিল করে দুদক। সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি মামলায় মোসাদ্দেক আলী সম্পত্তি জব্দ করা হয়েছে। জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার। শেয়ারের সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি। এর বর্তমান আর্থিক মূল্য ২ শ’ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার। রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার। আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং কাকরাইলে ৫০ কোটি টাকা মূল্যের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট। জব্দকৃত সম্পত্তি দুদকের নব গঠিত ‘এসেট ম্যানেজমেন্ট ইউনিট’র তত্ত্বাবধানে রাখা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতিবছর ১৩ মে মোসাদ্দেক আলী ফালুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে দুবাইয়ে ১শ’ ৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। একই মামলায় আর.এ. কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান, স্টার সিরামিকস প্রাইভেট লি:র ও রাকিন ডেভলপমেন্ট কোম্পানি লি: সৈয়দ একে আনোয়ারুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের পরিচালক মো. আমির হোসাইনকেও আসামি করা হয়। দুদকের সহকারি পরিচালক গুলশান আনোয়ার প্রদান মামলাটি তদন্ত করছেন। মোসাদ্দেক আলী ফালু বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ