Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ভেজাল গুড় তৈরি করায় দুই জনের এক মাসের জেল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৪:১২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে রঙ ও চিটা গুড়ের সাথে চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে দুই ব্যক্তির এক মাস করে বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরি গ্রামে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে চিনির সাথে ক্ষতিকারক রঙ, রাসায়নিক দ্রব্য, ফিটকেরি, চিটা গুড় ও হাইড্রোজ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার সময় সাতগিরি গ্রামের আব্দুস ছামাদের ছেলে নুর আলম (৩৫) ও নুরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২১) কে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রত্যেকের এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ