Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলবাহী লরির ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৩:৫৩ পিএম

যশোর শহরের বকচর এলাকায় তেলবাহী লরির ধাক্কায় আবদুর রশিদ (৫৫) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ যশোর শহরতলিয় খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদ্রাসার শিক্ষক।

নিহতের সহকর্মী আবুল ফজল জানান, আজ বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে বকচর এলাকায় যান। পথিমধ্যে খুলনা থেকে আসা তেলবাহী লরি পেছন থেকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী গুরুতর অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ