Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রিটিশ সেনাবাহিনীতে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ সেনাবাহিনীতে ২০০৭ সালের পর থেকে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সমীক্ষায় বলা হয়েছে, ২০০৭ সালে মানসিক সমস্যা ১.৮ শতাংশ থাকলেও তা ২০১৬ সালে এসে ৩.২ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া এতে আরো বলা হয়েছে, ৩৫ থেকে ৩৯ বছর বয়সিদের মধ্যে সবচেয়ে বেশি মানসিক সমস্যা রয়েছে। প্রতি হাজারে এ বয়স সীমার মধ্যে ৩৭.৭ শতাংশ মানসিক সমস্যা দেখা দেয় বলে এতে বলা হয়েছে। এ ছাড়া, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মানসিক সমস্যা দ্বিগুণের বেশি হয় বলেও এ সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ২.৮ শতাংশের পুরুষের মধ্যে মানসিক সমস্যা দেখা দিলেও নারীদের মধ্যে এর ব্যাপ্তি ৬.৩ শতাংশ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ সেনাবাহিনীতে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ