Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা নিয়ে আফগানরা এখন আগের চেয়ে বেশি শঙ্কিত : পেন্টাগন

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের জনগণ আগের তুলনায় বর্তমানে নিজেদেরকে কম নিরাপদ অনুভব করে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদন বলা হয়েছে। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কংগ্রসের কাছে দেয়া পেন্টাগনের প্রতিবেদন বলা হয়েছে, আফগানিস্তানের জনগণ নিজেরদেরকে নিরাপদ অনুভব করে না। এর আগের যেকোন সময়ের তুলনায় বর্তমানে নিরাপত্তা সম্পর্কে মানুষের ধারণা সর্বনিম্ন পর্যায়ে বলে প্রতিবেদন বলা হয়েছে। গত মার্চ মাসে চালানো এক জরিপে আফগানিস্তানের ২০ ভাগ মানুষ নিরাপত্তাকে ভাল বলে মন্তব্য করেছিল। এর আগের বছর এই হার ছিল ৩৯ ভাগ। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান যখন আফগানিস্তান শাসন করছিল সেই সময়ের তুলনায় বর্তমানে নিরাপত্তা পরস্থিতি খুব খারাপ অবস্থা বলে দেশটির ৪২ ভাগ মানুষ মনে করে। বর্তমানে আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে বেসামরিক ব্যক্তিসহ নিহত মানুষের সংখ্যার রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াশিংটনের সন্ত্রাসের বিরুদ্ধে কথিত যুদ্ধের মাধ্যমে ২০০১ সালে তালিবান সরকারের পতন ঘটলেও ১৫ বছর পরও আফগানিস্তানে শান্তি ফিরে আসেনি। দেশটিতে ১০ হাজার মার্কিন সেনা উপস্থিতি সত্ত্বেও সেখানে মানুষের কোনো নিরাপত্তা তো নেই বরং সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তা নিয়ে আফগানরা এখন আগের চেয়ে বেশি শঙ্কিত : পেন্টাগন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ