মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যাটোর কার্যক্রম পরিচালনার
পরামর্শ জার্মান পররাষ্ট্রমন্ত্রীর
ইনকিলাব ডেস্ক : জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়ালটার স্টেইনমাইরের ন্যাটোর সমালোচনা করে বলেছেন, ন্যাটো যুদ্ধ পরামর্শকে পরিণত হয়েছে। বর্তমানে যুদ্ধবাজের মতোই আচরণ করছে ন্যাটো জোট। এ সময় তিনি বলেন, ন্যাটোর সাম্প্রতিক রণকৌশল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের বদলে অনিরাপদ পরিবেশ সৃষ্টি করছে। ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করছে। তিনি রাশিয়ার সঙ্গে আরো বেশি আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ন্যাটোর কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন। পোল্যান্ডে রাশিয়া আক্রমণ করবেÑ এমন আশঙ্কা প্রকাশ করে ন্যাটো সেখানে ৩১ হাজার সৈন্য এবং কয়েক ডজন জঙ্গিবিমান-জাহাজসহ তিন হাজার সাঁজোয়া যান নিয়ে এসেছে। এসব সৈন্যের মধ্যে ১৪ হাজার যুক্তরাষ্ট্রের, ১২ হাজার পোল্যান্ডের এবং এক হাজার ব্রিটেনের। এরূপ পরিস্থিতির কথা বর্ণনা করে ফ্রাংক জার্মানির বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এবং অস্ত্রের ঝঙ্কার দেখিয়ে এই উত্তাপ আরো বাড়ানো উচিত হবে না।
পশ্চিম সীমান্তে মিত্রবাহিনী একত্রে ট্যাংকে মহড়া দিলে নিরাপত্তা নিশ্চিত হবেÑ এমনটি যারা বলছেন, তারা ভুল বলছেন। তিনি আরো বলেন, অতীতের বোঝাপড়া নিয়ে নতুনভাবে আলোচনা তৈরি না করার পরামর্শ মেনে চলি আমরা। অপর এক খবরে বলা হয়, ন্যাটোর সাম্প্রতিক রণ কৌশল আঞ্চলিক নিরাপত্তার নিশ্চিতের বদলে আরো অনিরাপদ পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ওয়ালটার। এ সময় তিনি রাশিয়ার সঙ্গে আরো বেশি আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ন্যাটোর কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন। এরূপ পরিস্থিতির কথা বর্ণনা করে ফ্রাঙ্ক জার্মানির বিল্ড আম সান্তাগকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এবং অস্ত্রের ঝঙ্কার দেখিয়ে এই উত্তাপ আরো বাড়ানো উচিত হবে না। পশ্চিম বর্ডারে মিত্র বাহিনী একত্রে ট্যাঙ্কে মহড়া দিলে নিরাপত্তা নিশ্চিত হবে, এমন যারা বলছেন, তারা ভুল বলছেন। তিনি আরো বলেন, অতীতের বোঝাপড়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি না করার পরামর্শ মেনে চলি আমরা। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।