Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুুক্তরাষ্ট্র এখনো একক পরাশক্তি : পুতিন

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্র সম্ভবত এখনো বিশ্বের একমাত্র পরাশক্তি, কথাটি বলেছেন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম বলে বিবেচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেয়া বক্তব্যে একথা বলেছেন তিনি।  তিনি বলেছেন, আমেরিকা বিরাট শক্তি, সম্ভবত এখন বিশ্বের একমাত্র পরাশক্তি। আমরা এটা মেনে নিয়েছি। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চাই এবং তার জন্য প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জয়ী হন না কেন তিনি তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত আছেন বলে জানান। তবে কীভাবে জীবনযাপন করতে হবে, আমেরিকানরা তার নির্দেশনা দিক এটা তিনি চান না বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে একটি কঠিন সময় পার হওয়ার সময়ই এ মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেইন এবং সিরিয়ার মতো বেশকিছু ইস্যুতে দু’পক্ষের মতপার্থক্যের কারণ সম্প্রতি দু’দেশের সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। ইউক্রেইনের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ভুলপথে পরিচালিত বলে সমালোচনা করেছেন পুতিন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক মেরামতের চেষ্টায় যুক্তরাষ্ট্র বাধ সাধছে মন্তব্য করে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিমত পোষণ করেন বলে জানিয়েছেন। পরবর্তী সময়ে এক প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ট্রাম্পের বিষয়ে তার বক্তব্যগুলোর ভুল অর্থ করা হয়েছে। ডিসেম্বরে পুতিন ট্রাম্পকে অত্যন্ত বর্ণাঢ্য, খুব বুদ্ধিমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ের প্রকৃত নেতা বলে মন্তব্য করেছিলেন। পুতিনের ওই মন্তব্যের পর ট্রাম্পও পুতিনের সম্পর্কে উষ্ণ কথাবার্তা বলেছিলেন। এতে ধারণা করা হচ্ছিল, ট্রাম্পকে হোয়াইট হাউসে দেখলে খুশি হবে মস্কো। কিন্তু গত শুক্রবার পুতিন দাবি করেন, ট্রাম্প সম্পর্কে তিনি শুধু বর্ণাঢ্য শব্দটি ব্যবহার করেছেন। পুতিন বলেন, তিনি তাই, তাই না?। এরপর স্মিত হেসে বলেন, তার সম্পর্কে আর কিছু বলব না। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনঃস্থাপনে ট্রাম্পের আকাক্সক্ষাকে স্বাগত জানান তিনি। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে সমস্যা কোথায়? য্ক্তুরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো পক্ষ নেয়ার বিষয়ে এবার তাকে সাবধান দেখা যায়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুুক্তরাষ্ট্র এখনো একক পরাশক্তি : পুতিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ