Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন থেকে বৃষ্টিপাতের প্রযুক্তি আনবে ভারত

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অনাবৃষ্টিতে ভারতের খরা কবলিত অঞ্চলে দুর্দশার শেষ নেই। এবার উপদ্রুত এলাকার জন্য সুখবর দিতে যাচ্ছে দেশটির সরকার। খরা কবলিত এলাকায় চীনের তৈরি কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি নামানোর প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ভারত। উপদ্রুত এলাকার জন্য তা সুখবরই বটে! গত শনিবার মহারাষ্ট্রের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজ্য সরকার মারাঠাওয়াড়ার খরা নিরসনে চীনের উদ্ভাবিত ক্লাউড সিডিং (কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর) প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে। কৃত্রিমভাবে বৃষ্টি বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য কয়েকদিন আগে মহারাষ্ট্র সফর করেছেন বেইজিং, সাংহাই এবং পূর্ব চীনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা। তারা মহারাষ্ট্রের আবহাওয়া দফতরের কর্মকর্তাদের কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর প্রযুক্তির ব্যবহার শেখাবেন। ক্লাউড সিডিং প্রযুক্তিতে রকেট ছুড়ে হাল্কা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ ছুড়ে দিয়ে সেই মেঘকে বৃষ্টিতে রূপান্তর করা হয়। এ প্রযুক্তি বেশ কিছু দিন আগে থেকেই চীন ব্যবহার করে আসছে। ওই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়েছে। গত দুই মওসুমে খরা কবলিত মারাঠাওয়াড়ায় বৃষ্টি নামাতে ব্যাপক উদ্বিগ্ন মহারাষ্ট্র সরকার। আর সে জন্যই তারা চীনের ওই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন থেকে বৃষ্টিপাতের প্রযুক্তি আনবে ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ