মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে ইতোমধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যা নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যেও সৃষ্ট হয়েছে উত্তেজনা। এবার ইস্যুটিতে ভারতকে সমর্থনকারী দেশের দিকে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তান।
দেশটির কাশ্মীর বিষয়ক ও গিলগিট-বালতিস্তানের মন্ত্রী আলি আমিন গান্ডাপুরের মতে, ‘কাশ্মীর ইস্যুতে যেসব দেশ ভারতকে সমর্থন জানাবে, তারা সবাই পাকিস্তানের শত্রু।’
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার এই সদস্য হুমকিটি দেন। যেখানে তিনি বলেছেন, ‘কাশ্মীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল এখন পর্যন্ত চুপ রয়েছে। সাম্প্রতিক সময়ে যেমনভাবে এই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে যেসব দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা সবাই তাদের এই পদক্ষেপের মাসুল গুনবে। কারণ যুদ্ধ শুরু হলে, প্রথমে সেইসব দেশের দিকেই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে।’
মূলত এর পরপরই সেই পাক মন্ত্রীর বক্তৃতাটির কিছু অংশ টুইট করেছেন পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিক নায়লা ইয়ায়েত। যার প্রেক্ষিতে এরই মধ্যে দেশ-বিদেশে ইমরান খানের মন্ত্রিসভার এই সদস্যকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনার ঝড়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।