বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকার বকুল মিয়ার বাড়ি থেকে সোহাগ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগ গোপালগঞ্জ জেলার মুকছেদপুর থানার ভবনডাঙ্গা গ্রামের বকুল শেখের ছেলে। তিনি জামগড়া এলাকার একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সোহাগের কক্ষের দরজা দুপুর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার বিছানার মশারির ভেতর থেকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোহাগের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।