Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আদায়

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৬:৩৭ পিএম

সিলেটের বিশ্বনাথে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার পুরান বাজারে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় আমান ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা, দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা এবং সূর্য মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। এসময় থানা পুলিশের কয়েকজন সদস্য ছাড়াও তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানেটারী কর্মকর্তা অলিক গোবিন্দ সরকার।
ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বর্ণালী পাল বলেন, ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ