বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের উখিয়ার রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্রসৈকত থেকে আট লাখ পিস ইয়াবাসহ জামাল হোসেন (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রোববার (২৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক জামাল টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের হোছেনের ছেলে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় সহকারী পরিচালক, মিডিয়া (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান সমুদ্র পাড়ি দিয়ে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকা দিয়ে ঢুকবে । এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ট্রলারে থাকা বস্তাভর্তি আট লাখ পিস ইয়াবাসহ জামালকে আটক করা হয়। এ সময় জামালের সঙ্গে থাকা নূর হাফেজসহ আরও অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয় জন যুবক পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।