Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরিনারের গোল উৎসব

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যদাপূর্ণ আসর গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করলো ঊষা ক্রীড়া চক্র। অন্যদিকে গোল উৎসবে মেতেছিলো ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মেরিনার লিগে রেকর্ড গোলের জয় পেয়েছে। তারা ২২-১ গোলে হারায় অবনমনে যাওয়া বাংলাদেশ রেলওয়েকে। বিজয়ী দলের ওয়াকাস শরীফ ও আরশাদ হোসেন পাঁচটি করে, মইনুল ইসলাম কৌশিক চারটি, মোহসিন, অধিনায়ক মামুনুর রহমান চয়ন ও রিমন কুমার ঘোষ দু’টি করে এবং সোহানুর রহমান সবুজ ও তৌফিক একটি করে গোল ন। রেলওয়ের হয়ে একমাত্র গোলটি শোধ দেন টিটু কুমার দাস। একই টার্ফে দিনের দ্বিতীয় ম্যাচে ঊষা ৩-২ গোলে হারায় আবাহনী লিমিটেডকে। উষার পুষ্কর ক্ষিসা মিমো দু’টি ও আলিম বেলাল একটি গোল করেন। আবাহনীর হয়ে দু’গোল শোধ দেন শাকিল আব্বাসী ও কাশিফ আলী। এই জয়ে ঊষা ১১ ম্যচে ৩১ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করলো। সমান ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে মেরিনার। মোহামেডান ও আবাহনী সমান ২৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে মোহামেডান তৃতীয় ও আবাহনী চতুর্থস্থানে রয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব পঞ্চম এবং সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ষষ্ঠস্থানে রয়েছে। এ ছয়টি দল খেলবে সুপার সিক্স পর্বে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই পর্ব। প্রথম দিন টার্ফে নামবে ঢাকা মেরিনার ইয়াংস ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং ঊষা ক্রীড়া চক্র ও ওয়ান্ডারার্স ক্লাব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেরিনারের গোল উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ