Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেক ডিজঅনার মামলায় নাচোল পৌর প্যানেল মেয়রের ১বছর কারাদন্ডসহ ৩৩ লক্ষ টাকা জরিমানা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ৭:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ফারুক আহাম্মেদের ১বছর কারাদন্ডসহ ৩৩ লক্ষ টাকা জরিমানার আদেশ হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রহনপুর শাখার দায়ের করা চেক ডিজঅনার মামলায় ১৮৮১ সালের নিগোশিয়েবল এ্যাক্ট (এন,আই,এ্যাক্ট) এর ১৩৮ ধারা আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি জেলা দায়রা জজ মোঃ শওকত আলী আজ (রোববার) এ আদেশ প্রদান করেন। ২০১৭ সালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শাখাকর্তৃক ফারুক আহাম্মেদের বিরুদ্ধে ৩৩ লক্ষ টাকার চেক ডিজঅনারের দায়ে সেশান ১০৪৯/১৭ নং মামলাটি দায়ের করেন। এ মামলায় দীর্ঘদিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় প্রদানের জন্য ২৭ অক্টোবর তারিখ ধার্য থাকলেও আসামী ফারুক আহাম্মেদ অনুপস্থিত থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। ফারুক আহাম্মদ নাচোল পৌর এলাকার হামিদপুর মহল্লার মৃত আলমেস আলীর ছেলে। সে নাচোল পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। এব্যাপারে রহনপুর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল আজিজ জানান ফারুক আহাম্মেদের গৃহীত ঋণের বিপরীতে ঋণ পরিশোধের জন্য যে চেক জমা দেন সেই চেকের একাউন্টে ঋণ সমন্বয়ের অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। প্রেক্ষিতে ফারুক আহাম্মেদের বিরুদ্ধে ২০১৭ সালে ৩৩ লক্ষ টাকার চেক ডিজঅনারের এ মামলাটি দায়ে করা হয়। এ রায়ের প্রতিক্রিয়া জনতে ফারুক আহাম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ