Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:৪৫ পিএম

নারায়ণগঞ্জে লাঠিচার্জ করে যুবদলের মিছিল পণ্ড করেছে পুলিশ। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এতে জেলা যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার সকাল ১০টায় যুবদলের ৪১তম জন্মবার্ষিক উপলক্ষে নগরের চাষাড়া এবং জিমখানা এলাকায় আলাদা দুটি শোভাযাত্রা বের করা হলে এ ঘটনা ঘটে।

মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার জানান, বেলা ১১টার দিকে জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় যুবদলের প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।

এদিকে চাষাড়ায় মহানগর যুবদলের শোভাযাত্রার ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিল পণ্ড করে দেয় পুলিশ।
সদর ওসি আসাদুজ্জামান জানান, চাষাড়া ও জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিল বের করে। এ সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের মিছিল করতে দেয়া হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



 

Show all comments
  • ahammad ২৭ অক্টোবর, ২০১৯, ৩:৫৬ পিএম says : 0
    সকল বাধা জয় করতে পারলেই কাঙ্খিত সুফল পাওয়া যাবে। যেমন ডাঃ মিলনে বুকের তাজা রক্তের বিনিময়ে সৈরাছারের পতন হয়েছিল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের লাঠিচার্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ