রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে বিচার দাবিতে সাভারে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। লাঠিচার্জে অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় ‘মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজি’ (পলিটেকনিক কলেজ)-এর শিক্ষার্থীদের মিছিলে পুলিশি এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাস চাপায় মজিদপুর এলাকার মাইক্রো ইনস্টিটউট অব টেকনোলজি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পীযূস চৌধুরী (২৩) নিহত হয়। গতকাল শুক্রবার সকালে সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে দুপুরে পীযূস হত্যার বিচারের দাবিতে ঘাতক পরিবহন চালকের ফাঁসি চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার নিকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভ মিছিলে সাভার মডেল থানা পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে মছিলিটি সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এ প্রসঙ্গে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মহাসড়ক বন্ধ করে যানজট সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। তবে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।