Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের তুরস্ক-যুক্তরাষ্ট্র আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার ফের তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সংক্রান্ত সর্বশেষ অবস্থা নিয়ে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার-এর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। আলোচনায় দুই নেতা সিরিয়ায় তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে এ সাক্ষাতে মিলিত হন দুই নেতা। এ সময় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হন দুই মন্ত্রী। এ বৈঠকের আগে অবশ্য সিরিয়ার তুর্কি সীমান্ত এলাকায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে রাশিয়ার সম্পৃক্ততাকে ‘অপ্রত্যাশিত’ হিসেবে আখ্যায়িত করেন মার্ক এসপার। তিনি বলেন, সেখানে আঙ্কারার প্রত্যাশিত নিরাপদ অঞ্চলে রাশিয়ার সঙ্গে যৌথভাবে টহল দেওয়ার চুক্তি সম্পাদন করে তুরস্ক ভুল পথে অগ্রসর হচ্ছে। এর মধ্য দিয়ে আঙ্কারা ওয়াশিংটনকে একটি মারাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছে। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহারের সিদ্ধান্তের পরপরই তুরস্কের বাহিনী অঞ্চলটিতে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র তুরস্কের ওই অভিযান স্থগিত করে অস্ত্রবিরতি চুক্তি সম্পাদন করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্ক আশ্বস্ত করেছে, এ যুদ্ধবিরতি স্থায়ী হবে। ফলে ওয়াশিংটনও আঙ্কারার ওপর স¤প্রতি আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারবে। ট্রাম্প বলেন, ন্যাটো মিত্র তুরস্ক এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ), যারা কিনা আইএস’কে (ইসলামিক স্টেট) পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে গুরুত্বপ‚র্ণ শরিক ছিল, তাদের মধ্যকার লড়াই থামাতে পেরে যুক্তরাষ্ট্র একটা বড় রকমের কাজ করেছে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ