বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কুমারটোলা এলাকা থেকে শুক্রবার সকালে নাইমুল হক মিনু (৬২) নামে সাবেক মেম্বারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ছত্রাজিতপুর নারায়ণপুর গ্রামের মৃত মহিরুদ্দিন মন্ডলের ছেলে। পুলিশ ও এলাকাবাসি জানায়, গত প্রায় ৮-৯ বছর পূর্বে দ্বিতীয় স্ত্রী হিসেবে একই এলাকার কুমারটোলা গ্রামের মৃত সেকান্দার আলীর মেয়ে বুড়ি বেগমকে বিয়ে করেন মিনু মেম্বার। এরপরে ৪ বছর পূর্বে স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য, ১৯৮৪ সালে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মিনু। পরবর্তীতে পাঁচবার নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করতে পারেননি। বর্তমানে এক স্ত্রী ও তার দুই ছেলে, দুই মেয়ে রয়েছে। বড় ছেলে সোহেল রানা সেনাবাহিনীতে কর্মরত। দ্বিতীয় ছেলে জুয়েল রানা বর্তমান স্নাতক ডিগ্রিতে শিক্ষার্থী ও দুই মেয়ের বিবাহিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।