মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে সউদী আরবের রাজধানী রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল একটি ব্যক্তিগত বিমান কিন্তু রহস্যময় ব্যাপার হলো, ওই বিমানে কে বা কারা ছিলেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
জর্ডানের আম্মানে কিছু সময় অবস্থান করে ইসরায়েলের তেল আবিব থেকে একটি রহস্যময় বিমান সউদী আরবের রিয়াদে গেছে।
মিডল ইস্ট গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ফ্লাইট ট্র্যাকিং উপাত্তে দেখা গেছে, চ্যালেঞ্জার ৬০৪ নামে ব্যক্তিগত মালিকানার বিমানটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ছিল। যেটি ইসরাইলের বেন গৌরিয়ান বিমানবন্দরে ফিরে যাওয়ার আগে রিয়াদে ঘণ্টাখানেক ছিল।
এমন সময় এই রহস্যময় বিমানটির সউদী আরবে আসার খবর আসল, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রিয়াদ সফরে ছিলেন।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা দেশটির অন্য কোনও কর্মকর্তা রিয়াদের বৈঠকে অংশ নিয়েছিলেন কিনা, তা নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে।
এক টুইট বার্তায় সাংবাদিক ও বিমান শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকারী আভি শার্ফ বলেন, ‘রিয়াদে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তেল আবিব থেকে কেউ এসেছেন কিনা, আমি জানি না।’
ইনটেলিটাইম নামে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নেতানিয়াহু কেন রাষ্ট্রপতি রেউভেন রিভলিনকে সরকার গঠনের জন্য ম্যান্ডেট ফিরিয়ে দিতে দেরি করেছিলেন এবং বিমানের অন্য যাত্রীদের কেন জর্ডান থেকে তুলে নেওয়া হয়েছিল, তা নিয়েও তিনি বিস্মিত হয়েছিলেন।
মানুষের চোখে ধুলা দিতেই বিমানটি আম্মানে থেমেছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইয়োসি মেলম্যান। তিনি বলেন, এতে করে বিমানটি একক ট্রান্সপোন্ডার কোড পাবে।
ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে বিমানটি ইসরায়েল থেকে কায়রোতে কয়েকবার ভ্রমণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।