Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইরানে চুরির দায়ে এক ব্যক্তির হাত কর্তন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১১:২৯ এএম

ইরানে বেশ কয়েকটি ডাকাতির মামলায় কারাবন্দি এক ব্যক্তির হাত কেটে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগ এমন তথ্য জানিয়েছে। মাজান্দারান প্রদেশের বিচার বিভাগ জানিয়েছে, বুধবার সারি শহরে তার শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তিনি ২৮টি চুরির ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হাত কর্তিত ব্যক্তি একজন পেশাদার চোর। তিনি মাহমুদাবাদের চারপাশে চুরি ও ডাকাতি করে বেড়াতেন। তবে ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

শরিয়াভিত্তিক ইরানের ইসলামি আইনে চুরির মতো অপরাধে অঙ্গশ্ছেদের অনুমোদন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন বিচারের ঘটনা দেশটিতে একেবারেই অল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ