রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সারাদেশের সরকারের উন্নয়নের অংশ হিসাবে ঠাকুরগাঁয়ে রাণীশংকৈল হয়ে হরিপুর উপজেলা পর্যন্ত রাস্তার ব্যাপক উন্নয়নের কাজ চলছে। সূত্র জানিয়েছে, চলতি অর্থ বছরে ৩৪ কোটি টাকা ব্যয়ে ১৮.৩০ কি:মি: সড়ক প্রশস্ত করণ ১২ ফিট থেকে ১৮ ফিটে উন্নিত করা হচ্ছে।
জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প রংপুর জোনের আওতায় রাণীশংকৈল মোড় থেকে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত ১৮.৩০ কিলোমিটার রাস্তার কাজ দরপত্র অনুযায়ী অব্যাহত রয়েছে। রাস্তার কাজটি করছেন মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড। সরকারের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন ঠাকুরগাঁও জেলার (সওজ) বিভাগের উপ সহকারী প্রকৌশলী রায়হান মিয়া। প্রজেক্ট ম্যানেজার রোকনুজ্জামান বলেন, সার্বক্ষনিক দায়িত্বের সাথে রাস্তার কাজ করে যাচ্ছেন।
পথযাত্রী ড্রাইভার মানিক, সেতু, বাবুল, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামসহ আরও অনেকে জানান, ইতোপূর্বে রাস্তার বেহাল অবস্থা ছিল। বর্তমানে রাস্তাটি সুন্দর ভাবে নির্মাণ হওয়াতে পথযাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং কাজের মানও ভাল হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।