Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজ শরীফকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যেন সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পান সে বিষয়টি নিশ্চিতে পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার রাতে লাহোরের সার্ভিসেস হসপিটালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী নওয়াজ শরীফকে। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়। ২০১৮ সালের ২৪ ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল মিলস মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল পিএমএল-এন-এর প্রধান নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদ- দেয় অ্যাকাউন্টাবিলিটি আদালত। এদিকে বুধবার নওয়াজের ছেলে হুসেইন নওয়াজ আশঙ্কা প্রকাশ করে জানান, তার বাবাকে কারাগারে হয়তো বিষ প্রয়োগ করা হয়েছে। সে কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার এক টুইট বার্তায় পাক সরকারের প্রধান মুখপাত্র ফিরদৌস আশিক আওয়ান বলেন, নওয়াজ শরীফের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন। আশিক আওয়ান বলেন, নওয়াজ শরীফের জন্য দোয়া করেছেন ইমরান খান এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। জিও নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ