Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ সম্পর্ক রয়েছে : কেসিএনএ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার শীর্ষ এক নেতা বৃহস্পতিবার বলেছেন, পিয়ংইয়ং নেতা কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক রয়েছে। আমেরিকান রাষ্ট্র প্রধান এ সপ্তাহে একই ধরনের বক্তব্য দেন। খবর এএফপি’র। বিশেষজ্ঞরা বলেন, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরিত্যাগে ওয়াশিংটনের দীর্ঘদিনের জোরাজুরি সত্ত্বেও তাদের পরমাণু কর্মসূচি বিষয়ে ট্রাম্পের সাথে সরাসরি একটি চুক্তিতে পৌঁছাতে পিয়ংইয়ং এখনো আশাবাদী এমন মন্তব্য তার একটি ইঙ্গিত। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কিম কায়ি গোয়ান বলেন যে তিনি মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতার সাথে সাক্ষাত করেছিলেন’ এবং এসময় ‘তিনি তার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশেষ সম্পর্ক থাকার কথা বলেন।’ ট্রাম্প কিমের ব্যাপারে বলেন, ‘আমি তাকে পছন্দ করি। তিনিও আমাকে পছন্দ করে। আমরা সমান্তরালে রয়েছি। আমি তাকে শ্রদ্ধা করি। তিনিও আমাকে শ্রদ্ধা করেন। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের মাত্র কয়েকদিন পরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশেষ সম্পর্ক রয়েছে : কেসিএনএ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ