Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ইট ভাটা মালিকের পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ৪:৪৯ পিএম

অনুমোদন ছাড়া ইট ভাটা প্রস্তুত ও ইট তৈরির কার্যক্রম পরিচালনার দায়ে কুড়িগ্রামে এক ইট ভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ এ রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, কোনও ধরণের পূর্বানুমতি ছাড়া জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর এলাকায় এম.এইচ.বি ব্রিকস নামে একটি ইট ভাটা প্রস্তুত করে ইট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন ভাটা মালিক আব্দুর রব (গনি)। তার কাছে ভাটার অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ/ আইন ২০১৩ এর ০৪ ধারা ভঙ্গের দায়ে তাকে দুই মাসের কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ