মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ঘাতকের গুলিতে মারা যাওয়ার আগে ব্রিটিশ এমপি জো কক্সের শেষ কথা ছিল, আই অ্যাম ইন টু মাচ পেইন। অর্থাৎ প্রচ- বেদনা হচ্ছে আমার। জো কক্সের সহকারী ফজিলা আসওয়াতের পিতা গুলাম মনির স্কাইনিউজকে এ কথা বলেছেন। তিনি বলেছেন, জো কক্সের ওপর হামলার পর দ্রুত সেখানে দৌড়ে যায় ফজিলা আসওয়াত। তিনি জোকে সেবা দেয়া শুরু করে। এ সময় ফজিলা তাকে বলে, কাম অন জো। অর্থাৎ ফিরে এসো জো। জবাবে জো কক্স বলেন, নো সরি জিলা। আই অ্যাম ইন টু মাচ পেইন। অর্থাৎ দুঃখিত (ফ)জিলা। আমার প্রচ- বেদনা হচ্ছে। এ সময় গুলাম মনির বলেন, জো কক্সকে সেবা দিলেও তার মেয়ে শারীরিক কোন ক্ষতির শিকার হয়নি। সে শুধু তার হ্যান্ডব্যাগ দিতে ঘাতককে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু একটি হ্যান্ডব্যাগ দিয়ে কিইবা করা যায় তাতো আপনারা জানেনই। এ সময় ঘাতক তাকে শুধু একটি ছুরি দেখিয়েছে। তবে তার কোনো ক্ষতি করেনি। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গুলাম মনির। তিনি জো কক্সকে নিজের ছোট মেয়ের মতো দেখতেন। তিনি বলেন, তার স্মৃতি আমার কাছে চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে। স্কাইনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।