Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরওয়ে বিশ্বের সর্বোত্তম নারীবান্ধব দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৪:৩৬ পিএম

সার্বিক জীবনমানের দিক থেকে এগিয়ে থাকায় নারীদের জন্য সর্বোত্তম দেশের শীর্ষে রয়েছে নরওয়ে। মঙ্গলবার, দেশটির রাজধানী ওসলোর জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের নারী, শান্তি ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে আসে।

অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখায় নরওয়েকে সর্বোচ্চ নম্বর দিয়েছে এই সূচক। কর্মসংস্থান, নিরাপত্তা, রাজনীতিতে অংশগ্রহণ ও ব্যাংকে লেনদেনের নারীদের ভূমিকা নিয়ে বিশ্বের ১৬৭ দেশের তথ্য অনুয়ায়ী এই তালিকা তৈরি করেছেন গবেষকরা।
নারীদের উন্নত জীবনমানের দিকে থেকে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড, তৃতীয় স্থানে ফিনল্যান্ড ও চতুর্থ স্থানে ডেনমার্কের নাম উঠে এসেছে। আর, নারীদের অবস্থার অবনতির জন্য তালিকার সবচেয়ে নিচের দিকে রয়েছে দক্ষিণ সুদান, পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেন।

নারী, শান্তি ও নিরাপত্তা সূচকের মতে, ২০১৭ সালের পর থেকে বিশ্বের ৫৯টি দেশের নারীদের জীবনমানের ব্যাপক অগ্রগতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ