Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলাম ও অভিবাসনের বিরুদ্ধে একজোট হওয়ার উদ্যোগ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ভিয়েনায় কট্টর ডানপন্থী দলগুলোর সমাবেশ
ইনকিলাব ডেস্ক : ইউরোপের কট্টর ডানপন্থী দলের নেতৃবৃন্দ ইউরোপীয় ইউনিয়ন, উগ্রপন্থী ইসলাম এবং অভিবাসীদের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন গড়ে তুলতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সমবেত হয়েছেন। অস্ট্রিয়ার ফ্রিডম পার্টির নেতা হেইঞ্জ-ক্রিস্টিয়ান স্ট্রাচে শুক্রবার অভিবাসীদের হুঁশিয়ার করে বলেন, ইউরোপ তাদের ফিরিয়ে দিতে প্রস্তুত। তিনি পিরামিড আকৃতির একটি সম্মেলন কেন্দ্রে প্রায় দু’হাজার লোকের এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। স্ট্রাচে বলেন, আমরা আপনাদের গভীর সমুদ্রে রক্ষা করবো, কিন্তু যেখান থেকে এসেছেন সেখানে ফেরত পাঠাবো। তিনি যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে আগত শরণার্থীদের জন্য জার্মান সীমান্ত খুলে দিয়ে ভরসাম্য নষ্টের জন্য জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বামপন্থী এবং ইসলামী মৌলবাদীদের হাত ধরে নতুন ফ্যাসিবাদ আসছে। আমাদের বিরোধীরা যেটা বলেন, যে আমরা ইউরোপের বিরোধীÑ আসলে তা ঠিক নয়। আমরা এক জাতি, এক মূল্যবোধ, এক সংস্কৃতি ও এক পরিচয়ের একটি উন্নত ইউরোপ চাই।
ফরাসি ন্যাশনাল ফ্রন্টের নেতা ম্যারিন লি পেন বলেন, আমরা আশা করি, আগামী ২৩ জুন ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়নে থাকার ব্যাপারে ইতিবাচক মতামত দেবে আমি যুক্তরাজ্যের এই গণভোটকে সমর্থন করি; কারণ আমরা ইউরোপের সকল দেশের ঐক্য চাই। ভিয়েনা থেকে এক সাংবাদিক জানান, অস্ট্রিয়ার এই সমাবেশ কোনো আকস্মিক ঘটনা নয়। তিনি বলেন, এটা এমন একটি দেশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একমাস আগে চরম দক্ষিণপন্থীরা ক্ষমতায় এসেছে। তারা সবাই সংসদ ভবনের মধ্যে মিলিত হচ্ছে। এটাকে একেবারে নির্দোষ জমায়েত ভাবা ঠিক হবে না। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম ও অভিবাসনের বিরুদ্ধে একজোট হওয়ার উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ