Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. আফ্রিকায় কুমারিত্ব বৃত্তিকে অসাংবিধানিক ঘোষণা

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কুমারীত্ব নিশ্চিত করার ভিত্তিতে নারীদের বিশ্ববিদ্যালয়ের বৃত্তি প্রদানকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার লৈঙ্গিক সমতাবিষয়ক সরকারি কমিশন। চলতি বছরের শুরুতে স্থানীয় একটি পৌরসভায় এ ধরনের একটি স্কিম চালু হওয়ার প্রেক্ষাপটে এ রুল জারি করা হয়। কারণ, যেসব শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয় তাদেরকে অনবরত কুমারীত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। গত জানুয়ারিতে কোয়াজুলু-নাতাল প্রদেশের উথুকেলা পৌরসভায় ১৬ জন নারীকে গ্র্যাজুয়েশন শেষ না করার আগ পর্যন্ত যৌনমিলন থেকে বিরত থাকার শর্তে বৃত্তি প্রদান করা হয়। শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছুটি চলাকালীন ওই শিক্ষার্থীদেরকে কুমারীত্ব পরীক্ষা করতে হবে। ঐতিহ্যগতভাবে স্থানীয় বয়স্ক নারীদেরকে দিয়ে সনাতন পদ্ধতিতে কুমারীত্ব পরীক্ষা করানো হয়। আর বরাবরই মানবাধিকারকর্মী এবং চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞরা এধরনের পরীক্ষার বিরোধিতা করে আসছেন। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ. আফ্রিকায় কুমারিত্ব বৃত্তিকে অসাংবিধানিক ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ