Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার পাটকেলঘাটায় উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১১:৫২ এএম | আপডেট : ১:৫৫ পিএম, ২৩ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। মরদেহটি ইমরান হোসেন নামের এক যুবকের। তার বয়স আনুমানিক ২৭ বছর। তিনি যশোর জেলার কেশবপুর থানার স্বরাফপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার সমনডাঙ্গা বিলের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার কওে পুলিশ।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নগরঘাটা সমনডাঙ্গা বিলের একটি মৎস্য ঘেরে ইমরান নামের ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি আরো জানান, কয়েকদিন আগের এই মরদেহ থেকে পঁচা দূর্গন্ধ বের হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ