Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে ভর্তি, গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ৪:০৫ পিএম

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফ আবারো অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, সোমবার রাতে তাকে সার্ভিস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সুচিকিৎ‌সার দাবি জানিয়ে তার দলের কর্মীরা রাতেই, লাহোরে, এনএবি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। সূত্রের খবর, হাসপাতালে নওয়াজ শরিফের ডেঙ্গু জ্বর পরীক্ষা করা হয়। রেজাল্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, তার প্লাটিলেট কাউন্ট অস্বাভাবিক রকম কমে গিয়েছে।

পিএমএল-এন এর সভাপতি শেহবাজ শরিফ অভিযোগের করে বলেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎ‌সার জন্য হাসপাতালে শিফট করার ক্ষেত্রে সরকার যে গড়িমসি করছে, তা রাজনৈতির প্রতিহিংসা ও অসংবেদনশীলতা চরিতার্থ করার সবচাইতে খারাপ উদাহারণ।’ তিনি বলেন, ‘নওয়াজ শরিফের যদি খারাপ কিছু ঘটে যায়, তার জন্য আমরা ইমরান খানের সরকারকেই দায়ী করব।’ নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎ‌সক আদনান মালিক জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্লাটিলেট কাউন্ট অস্বাভাবিক কমে গিয়েছে। তাকে দ্রুত হাসপাতাললে ভর্তিরও পরামর্শ দেন ওই চিকিৎ‌সক।

নওয়াজ শরিফের এই অসুস্থতার মধ্যেই তার জামাই, পিএমএল-এন নেতা ক্যাপ্টেন (অবঃ) সফদরকে গ্রেফতার করেছে পুলিশ। উস্কানিমূলক ভাষণের কারণেই এই গ্রেফতারি। পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ বর্তমানে লাহোরের এনএবি ডিটেনশন সেন্টারে আছেন। তার আগে কিছুদিনের জন্য ছিলেন কোট লখপত জেলে। আল আজিজিয়া স্টিল মিলস মামলায় গত বছর আদালতের বিচারে শরিফের সাত বছরের জেল হয়। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ