Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ৯:১৩ পিএম

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের আয়োজনে এবং ইউনাইটেড গ্রুপ, শাহজালাল ব্যাংক ও হা-মীম গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে গণ বিশ্ববিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা ঘরে তোলে। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য অমিমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ.কে. আজাদ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, শাহজালাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি: মো: তৌহিদুর রহমান, সিআইপি এবং মরহুম ফারাজের মা সিমিন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাবের সভাপতি সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়ের বিবেক মল। একই দলের রাসেল মুন্সী হন টুর্নামেন্ট সেরা। সেরা গোলরক্ষকের পুরষ্কার পান গণ বিশ্ববিদ্যালয়ের শামীম হোসেন। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফেয়ার প্লে ট্রফি পাওয়ার পাশাপাশি এই দলের মং মারমা পান সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণ বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ