Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে ১৪ জেলের দণ্ড

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ৫:৩২ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী বাউফল উপজেলার তেতুঁলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে ১৪জন জেলেকে আটক করেছে প্রশাসন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন, মৎস্য, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে দুইটি দল উপজেলার তেতুঁলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ সময় নিমদি, চরওয়াডেল, খানকা চন্দ্রদ্বীপ, বাতিলখাল, চরমিয়াজান ও চর রায়সাহেব এলাকা থেকে জেলেদেরকে আটক করে। পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ দে এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২জনকে জেলেকে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ইব্রাহিম মাল এবং আজগর মালকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন মো, আলাউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ