Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষা ফুরালো চান্দিমালের

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রায় পাঁচ বছর পর ওয়ানডেতে শতক পেয়েছেন দিনেশ চান্দিমাল; অভিষেকে পাঁচ উইকেটে নিয়েছেন দাসুন শানাকা। এই দুই জনের নৈপুণ্যে ভর করে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। গেলপরশু ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৩ রান করে শ্রীলঙ্কা। ২০১১ সালের জুলাইয়ের পর ওয়ানডেতে শতক পাওয়া চান্দিমাল ১০৭ বলে অপরাজিত থাকেন ১০০ রানে। তার তৃতীয় শতকটি সাজানো ৬টি চারে। আয়ারল্যান্ড ইনিংসের ৩৩তম ওভারে বৃষ্টি নামে। আধা ঘণ্টা পর খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৯৩ রান। ততদূর যেতে পারেনি দলটি, অলআউট হয়ে যায় ৪০.৪ ওভারে, ২১৬ রানে। আয়ারল্যান্ডের শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শুরুতে তিন উইকেট নেওয়া ডানহাতি মিডিয়াম পেসার শানাকা শেষ দিকে নেন আরও দুই উইকেট। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। ওয়ানডেতে শ্রীলঙ্কার তৃতীয় ও সব মিলিয়ে দ্বাদশ খেলোয়াড় হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিলেন শানাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষা ফুরালো চান্দিমালের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ