Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ রাসেলের জন্মদিনে নেটিজেনদের শুভেচ্ছা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ৯:২৭ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নেটিজেনরা। এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাব্বির শেখ লিখেছেন, ‘‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় রাসেল ভাইয়ের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’’

আবু সায়িদ চৌধুরী লিখেছেন, ‘‘শেখ রাসেলসহ ১৫ই আগস্টে শহীদদের আল্লাহ্ জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আল্লাহ্ প্রিয় নেত্রীকে শান্তি দান করুক।’’

‘‘জন্মদিনে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করে তার রূহের মাগফিরাত কামনা করছি’’ লিখেছেন মিজানুর রহমান।

আজমল হুসাইন খান লিখেছেন, ‘‘শুভ জন্মদিন। বিনম্র শ্রদ্ধা রইল আপনাদের প্রতি। আপনারা জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলার জনগণ। আমরা লজ্জিত কিছু বিপদগামী লোকের জন্য আপনাদের হারাতে হলো আমাদের। আমরা আপনাদের ভুলি নাই ভুলতে পারি নাই।’’

মো. লিটন লিখেছেন, ‘‘শুভ জন্মদিন তোমাকে ভাইয়া, তোমার রক্তে ৩২ নম্বরের আজও হাহাকার হয়ে বাতাসে নির্মমভাবে শুধু ভেসে আসে অনিশ্চিত অন্ধকারাচ্ছন্ন বাংলার মানচিত্র।’’

লিমন আহমেদ লিখেছেন, ‘‘মরেননি শেখ রাসেল। মরেছে ঐ কলঙ্কিত ঘাতক। শুভ জন্মদিন জাতির জনকের রক্ত আর দেশরত্ন শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল।’’

‘‘শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। বিনম্র শ্রদ্ধায় শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ট সন্তান শেখ রাসেল’’ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন সেলিম রেজা শোহাগ।

প্রিন্স নুর লিখেছেন, ‘‘তোমার ওই কচি বুকের রক্তে ভেজা এই স্বাধীন বাংলা, তবে কেন এখনো হয়নি এ দেশে কলুষতা মুক্ত, কেন হয়নি স্বনির্ভরতার দেশ ও সচেতন জাতি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।’’

আলী আসরাফ সুমন লিখেছেন, ‘‘পৃথিবীর শিশুদের উপর অত্যাচার ও শিশুহত্যা চিরতরে বন্ধ করা হোক। আর কোন রাছেল যেন এই বয়সে মৃত্যুবরণ করতে না হয়।’’

শাহীন লিখেছেন, ‘‘বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছি শুভ জন্মদিন এর শুভেচ্ছা রইল আল্লাহপাক পুরো শহীদ পরিবারকে জান্নাত দান করুন আমিন।’’

‘‘অভিশপ্ত বুলেট হয়তো জানেনা ভালবাসায় যারা বেঁচে থাকে, মৃত্যু তাদের ছোঁয় না! সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা’’ লিখেছেন জামসেদ আলম রাকিব।



 

Show all comments
  • Jewel ১৮ অক্টোবর, ২০১৯, ১০:৪৫ পিএম says : 0
    I LOVE YOU RASSEL
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ রাসেল

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ