Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন কোচ নিয়ে উচ্ছুসিত পেলে

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার গ্রæপপর্ব থেকেই ছিটকে যায় ব্রাজিল। ২৯ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা। কোপায় সেলেকাওদের ভরাডুবিতে টনক নড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। কোচ স্টাফকে পরিবর্তন করেছে তারা। বলার অপেক্ষা রাখে না যে, প্রধান কোচ কার্লোস দুঙ্গাকে ছেঁটে ফেলেছে ব্রাজিল! বৃহস্পতিবার ব্রাজিলের কোচ হিসেবে দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। সেলেসাওদের নতুন এই কোচকে নিয়ে রোমাঞ্চিত পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি জানালেন, এই মুহূর্তে ব্রাজিলের কোচ হিসেবে তিতেই যোগ্য ব্যক্তি। বৃহস্পতিবার সান্তোসে নিজের নামে জাদুঘর দেখতে যান পেলে। সেখানে ব্রাজিলের নতুন কোচ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সে (তিতে) নির্ভরযোগ্য...। এই মুহূর্তে জাতীয় দলের জন্য সেই যোগ্য কোচ।’ তবে কোপা আমেরিকায় ব্যর্থতার জন্য এককভাবে দুঙ্গার সমালোচনায় বিরক্ত পেলে। বলেন, ‘আমি মনে করি, দুঙ্গার সমালোচনা করা ঠিক নয়। তাকে দোষারোপ করা হচ্ছে। জাতীয় দল এখন বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত নয়! প্রতিযোগিতায় ভালো করতে হলে দলে আরো পরিবর্তন আনতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কোচ নিয়ে উচ্ছুসিত পেলে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ