Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু রাসেল স্মরণে ক্ষুদে স্কেটাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ৮:১৩ পিএম

‘আমরা সবাই রাসেল হবো, বুবুর দেশ গড়ে দেবো’- এই স্লোগানে শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন করলো বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। শুক্রবার বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স শ’দুয়েক ক্ষুদে স্কেটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্কেটিং প্রতিযোগিতা। সবার গায়ে সাদা টি-শার্ট। পেছনে লেখা রয়েছে, আমরা সবাই রাসেল হবো। খেলা শেষে বিজয়ীদের হাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) ও ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি। উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালমান ওবায়দুল করিম ও সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান সহ অন্যরা পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, আজ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল এই ৫৫ বছর বয়সেই। রাসেল ছিলেন জাতির জনকের খুবই প্রিয় সন্তান। যার প্রমান আমরা দেখি তখনকার সময়ের বিভিন্ন ছবিতে। তিনি যেখানেই গেছেন, ছোট্ট রাসেলকে সঙ্গে নিয়ে গেছেন। যদিও রাসেল বাবাকে খুব কম সময় কাছে পেয়েছিল। কারণ রাসেলের বেড়ে ওঠার সময়ে বঙ্গবন্ধু বেশিরভাগ দিন জেলেই কাটিয়েছিলেন। ভাবতে কষ্ট লাগে, আমরা কেমন জাতি। একটা শিশুও আমাদের কাছে নিরাপদ নয়।’ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘প্রত্যেকটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে একেকজন শেখ রাসেল। আজকের দিনে প্রার্থনা করি আল্লাহ যেন শহীদ রাসেলকে বেহেশত নসীব দান করেন। এই রাসেলকে স্মরন করেই আমাদের শিশু কিশোররা এগিয়ে যাবে।’ তিনি যোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে অদম্য গতিতে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা যদি স্কেটিং খেলি, তাহলে বুবুর কাজে সহায়তা হবে। তোমরা মনযোগ দিয়ে লেখাপড়া করবে। পড়ালেখার পাশাপাশি সময় পেলে স্কেটিং খেলা অংশ নেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কেটার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ